ব্যাংকক এমন একটা জায়গা, যেটা স্ট্রিটফুডপ্রেমীদের জন্য স্বর্গ বলা যেতে পারে। বিভিন্ন এলাকায় ঘুরতে ফিরতেই ওদের রাস্তাঘাটে নানা রকমের খাবার দেখতে পাওয়া যায়। হরেক রকম মাংসের নানা পদ, চাওমিন অথবা স্টিকি রাইস – এগুলো প্রায় সব জায়গাতেই দেখতে পাওয়া যায়।
মূল বোট থেকে ট্রলারে চড়ে কাও ফিং কান (Khao Phing Kan) – এ যেতে হয়, যা জেমস বন্ড আইল্যান্ড হিসেবেই বেশি পরিচিত। “দ্য ম্যান উইথ দ্য গোল্ডেন গান” চলচিত্রের শ্যুটিং-এ এই দ্বীপ দেখানো হয়েছিলো বলে সেই থেকেই এই জায়গাটা এই নামেই বেশি পরিচিত।
খুবই আঠালো, খানিকটা লবণাক্ত ভাতের সাথে সুগন্ধী মিষ্টি আম আর ঘন নারকেল দুধ দিয়ে পরিবেশন করা এই খাবারটা আমার খাওয়া খাবারগুলোর মধ্যে সবথেকে পছন্দের একটা ছিলো!