অনেকদিন ধরে যাব যাব করে শেষমেষ গত ২৩ মার্চ'১৮ তে রওনা হয়ে গেলাম ব্রিটিশদের কালাপানি খ্যাত, টুরিস্টদের নীলপানির দ্বীপ এবং ভারতের কেন্দ্রশাসিত সাতটি ইউনিয়ন টেরিটরিস এর প্রথম টেরিটরিস... আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ!
আন্দামান দীপপুঞ্জ এর প্রায় ৭০-৮০% জনগন বাংলায় কথা বলে। বিশেষ করে Havelock island & Neil island এর ৯৫% জনগনই বাংলা ভাষী। ইতিহাসের বিভিন্ন ঘটনাচক্রে তাদের দাদা-দাদী মানে পূর্ব পূরুষরা বাংলাদেশ ছেড়ে এই আন্দামান দ্বীপে চলে এসেছিল।
তাদের গ্রামের ঠিক পাশেই আমাদের রাতারগুলের মতোই একটি বিশাল সোয়াম ফরেস্ট বা জলাবন রয়েছে। সেখানে ছোট ডিংগি নৌকা নিয়ে ঘুরার ব্যবস্থা আছে। ১জন ৫ ডলার করে দিতে হয়, একনৌকায় চারজন বসা যায়, চারজনে ২০ ডলার।