তারপর খাড়া পাহাড় বেয়ে ঝর্ণার চূড়ায় উঠলাম । উপরে উঠে দেখি ছোট খালের মত পানি থেকেই এই ঝর্ণার সৃষ্টি । কিন্তু এই পানিগুলোই বা কোথা থেকে আসছে এটার জানার আফসোস নিয়ে ঝর্নার পাশে থাকা মন্তব্যের খাতায় নিজের মতামত লিখে ফেরার পথ ধরলাম,
যদিও ছিলনা বর্ষাকালের সবুজের সমারোহ কিংবা দূর্দান্ত , দূরন্ত ঝিরি কিন্তু অ্যাডভেঞ্চার এর কোন কমতি ছিলনা তাই বলে। আমার প্রত্যেক টীম মেম্বার ছিল প্রান রসে ভরপুর। ভালবাসা, আদরে কেটে গিয়েছে তিন টা দিন।
পাহাড়ে আপনি যতই উপরে উঠবেন ততই বৃষ্টির সান্নিধ্য পাবেন। মেঘগুলো তখন আপনাকে স্পর্শ করবার জন্য অস্থির হয়ে যায় কি না। এই বৃষ্টি যেমন হুট করে আসে, তেমনি হুট করে চলেও যায়
বাংলাদেশের নব আবিষ্কৃত জলপ্রপাতগুলোর মাঝে অন্যতম হামহাম ঝর্ণা। জলপ্রপাতটির অবস্থান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের কুরমা বনবিট এলাকায়