জাদুঘরে ঢুকতেই দেখিলাম মাথার উপরে সারিসারি বিমান, এক কোণে 'দ্য স্পিরিট অফ সেন্ট লুই', যে পলকাদর্শন বিমানে করে চার্লস লিন্ডবার্গ প্রথম মানুষ হিসেবে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন। পাশেই দারুণ সেই মার্কারি-৬ মহাকাশযানের ক্যাপসুল যেটাতে করে জন গ্লেন প্রথম আমেরিকান হিসেবে পৃথিবীকে পুরোটা প্রদিক্ষণ করে ইতিহাস গড়েন।